Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্প

১.

বাস্তবায়নকারী সংস্থা

কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম)

২.

বাস্তবায়নকাল

০১/০৭/২০১৯ হতে ৩০/০৬/২০২৫ পর্যন্ত

৩.

প্রাক্কলিত ব্যয়

183 কোটি ৯৯ লক্ষ

৪.

অর্থায়নের উৎস

জিওবি

৫.

প্রকল্পের উদ্দেশ্য

অবকাঠামো, লজিষ্টিক এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা প্রকল্পে সুনির্দিষ্ট  উদ্দেশ্যসমূহ: (ক)4625 জন কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। (খ)১ টি মধ্যবর্তী মূল্যায়ন ও ২টি অগ্রগতি পরিবীক্ষণ সম্পন্ন করা হবে। (গ)জাতীয় সেমিনার, আঞ্চলিক কর্মশালা সহ মোট ১২ টি কর্মশালা  আয়োজন করা হবে। (ঘ)২১টি অফিস কাম প্রশিক্ষণ ও  প্রসেসিং সেন্টার ও ৫০০ টি জিরো এনার্জি কুল চেম্বার  নির্মাণ করা হবে। (ঙ)১২ টি মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরীর নিমিত্ত ই্কুইটমেন্ট সংগ্রহ করা হবে।

৬.

প্রকল্প এলাকা

ঢাকা, ফরিদপুর, গাজীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষিরা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ (৩৫টি জেলার মোট ৬৬টি উপজেলা/ সিটি কর্পোরেশন)