১. |
বাস্তবায়নকারী সংস্থা |
কৃষি বিপণন অধিদপ্তর (ডিএএম) |
২. |
বাস্তবায়নকাল |
০১/০৭/২০১৯ হতে ৩০/০৬/২০২৫ পর্যন্ত |
৩. |
প্রাক্কলিত ব্যয় |
183 কোটি ৯৯ লক্ষ |
৪. |
অর্থায়নের উৎস |
জিওবি |
৫. |
প্রকল্পের উদ্দেশ্য |
অবকাঠামো, লজিষ্টিক এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি বিপণন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা প্রকল্পে সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ: (ক)4625 জন কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। (খ)১ টি মধ্যবর্তী মূল্যায়ন ও ২টি অগ্রগতি পরিবীক্ষণ সম্পন্ন করা হবে। (গ)জাতীয় সেমিনার, আঞ্চলিক কর্মশালা সহ মোট ১২ টি কর্মশালা আয়োজন করা হবে। (ঘ)২১টি অফিস কাম প্রশিক্ষণ ও প্রসেসিং সেন্টার ও ৫০০ টি জিরো এনার্জি কুল চেম্বার নির্মাণ করা হবে। (ঙ)১২ টি মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরীর নিমিত্ত ই্কুইটমেন্ট সংগ্রহ করা হবে। |
৬. |
প্রকল্প এলাকা |
ঢাকা, ফরিদপুর, গাজীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষিরা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ (৩৫টি জেলার মোট ৬৬টি উপজেলা/ সিটি কর্পোরেশন) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস