১৯২৮ সনে ব্রিটিশ ভারতে ‘‘রয়েল কমিশন অন এগ্রিকালচার’’এর সুপারিশক্রমে নয়া দিলিস্নতে সদর দপ্তর করে ১৯৩৪ সনে এগ্রিকালচারাল মার্কেটিং এ্যাডভাইজার নিয়োগ করা হয়। ১৯৪৩ সনে অবিভক্ক্ত বাংলায় মার্কেটিং ডিপার্টমেন্ট স্থায়ী করা হয়। ১৯৮২ সন পর্যমত্ম কৃষি বিপণন অধিদপ্তরের নাম ছিলো ‘‘কৃষি বাজার পরিদপ্তর’’। ১৯৮৩ সনে এটিকে কৃষি বিপণন অধিদপ্তরে রম্নপামত্মর করা হয়। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ, বাজার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ, গুরম্নত্বপূর্ণ কৃষি পণ্যের উৎপাদন খরচ নির্ণয় ও মূল্য বিসত্মৃতি সংক্রামত্ম তথ্য চলমান। এ ছাড়া বাজার অবকাঠামো উন্নয়ন, কৃষক বিপণন দল গঠন ইত্যাদি কার্যক্রমে এ সংস্থা অবিরত কাজ করে যাচ্ছে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS